কলেশ্বর
কলেশ্বর শিব মন্দির
কলেশ্বর বীরভূমের অত্যন্ত প্রাচীন এক শিবক্ষেত্র। কথিত আছে পর্বত নামে এক ঋষি দেবী পার্বতীর তপস্যা করে সিদ্ধিলাভ করেছিলেন এই স্থানে। তাই এই গ্রামের নাম হয় পার্বতীপুর। এই সিদ্ধভূমিতেই পরবর্তীকালে কলেশনাথ ঘোষ শিব সাধনা করে প্রতিষ্ঠা করেন শিবলিঙ্গ। ভক্তের নাম অনুসারে তাই শিবের নাম হয় কলেশ্বর। কলেশ্বর শিব মন্দির বীরভূমের অন্যতম সুউচ্চ দেবালয়, ঢেকার রাজা রামজীবন রায় এই মন্দির নির্মাণ করেন। পরবর্তীতে মন্দির সংস্কারের সঙ্গে জড়িয়ে আছে দ্বারকানাথ দেব তপস্বীর নাম।
কলেশ্বর শিব মন্দিরে পুজো
মন্দির প্রাঙ্গন
উৎসব- মেলাঃ শিবরাত্রিকে কেন্দ্র করে কলেশ্বর উৎসবে মেতে ওঠে, মেলাও বসে। এছাড়া শ্রাবণ মাসেও এখানে মেলা বসে।
থাকা-খাওয়াঃ কোটাসুরে একটি হোমস্টে গড়ে উঠেছে, সেখানে থাকা যেতে পারে নতুবা নিকটবর্তী সিউড়ি বা সাইথিয়া তে থাকা যেতে পারে।
মন্দির প্রাঙ্গন
রামেশ্বর মন্দির
কি কি দেখবেনঃ আগ্রহ থাকলে আরো কয়েক কিমি গেলেই দেখতে পাবেন ময়ূরাক্ষীর কোলে ব্রিটিশ আমলের ভগ্ন রেশমকুঠি। ছায়াঘন প্রকৃতিতে আপনি বিচিত্র সব গাছের সন্ধান পাবেন। তার পাশেই আছে রামনগর গ্রাম, সেখানে রামেশ্বর মন্দির দর্শন করতে পারবেন।
কি ভাবে যাবেনঃ কোটাসুর থেকে কলেশ্বর মাত্র ১০ কিমি পথ, সড়ক যোগাযোগে ছোট গাড়ি, টোটো বা অটোতে পৌঁছে যেতে পারেন।