top of page
Kankalitala (2).JPG

কঙ্কালীতলা মন্দির

COLLECTIE_TROPENMUSEUM_Geschrift_op_lontarblad_TMnr_1534-8b_edited.jpg

মা কঙ্কালী

COLLECTIE_TROPENMUSEUM_Geschrift_op_lontarblad_TMnr_1534-8b.jpg

কোপাই নদীর তীরে অর্জুন গাছের সারির মধ্যে ছোট্ট একটি মন্দিরে অবস্থান করেন মা কঙ্কালী। পীঠনির্ণয়তন্ত্র অনুযায়ী এখানে মায়ের কঙ্কাল বা কাঁখ পড়েছিল বলে মনে করা হয়। কঙ্কালীতলা পীঠ ভৈরবের নাম রুদ্র। মন্দিরের কাছেই আছে কুণ্ড, লোকশ্রুতি অনুসারে এই কুন্ডেই মাতৃ অংশ স্থিত। মূল মন্দিরে মহাকালীর পটচিত্রে দেবীকে পূজা করা হয়।

3T7A4229.JPG

কঙ্কালীতলা মন্দিরের ভিতরে

3T7A4236.JPG

কঙ্কালীতলা কুন্ড

COLLECTIE_TROPENMUSEUM_Geschrift_op_lontarblad_TMnr_1534-8b.jpg

মেলা ও উৎসবঃ সারাবছর অগণিত পুণ্যার্থী আসেন এই মুক্ত পরিবেশে মন্দির প্রাঙ্গণে। তবে মায়ের মূল উৎসব হয় চৈত্র সংক্রান্তিতে। এ সময় পাঁচ দিন ব্যাপী মেলা চলে। মনে করা হয় চৈত্র সংক্রান্তিতেই মায়ের আবির্ভাব হয়েছিল তাই এদিন মায়ের বিশেষ পূজাও হয়।

COLLECTIE_TROPENMUSEUM_Geschrift_op_lontarblad_TMnr_1534-8b.jpg

থাকা-খাওয়াঃ সতীপীঠ রূপে  মায়ের নিত্য অন্নভোগ হয়, ভক্তগণ ইচ্ছা করলে একটু সময়ে গিয়ে বলে রাখলে অন্ন ভোগ গ্রহণ করতে পারবেন। কাছেই সরকারি কটেজ গড়ে উঠেছে, তাই এখন কঙ্কালীতলায় থাকার সুবন্দোবস্ত আছে বলা যায়।

Screenshot 2022-06-28 00.45.08.png
location-162102_1280 (1).png

কঙ্কালীতলা মন্দির

Konkalitola (8).jpg

কিভাবে যাবেনঃ বোলপুর থেকে লাভপুর যাওয়ার সড়কপথে মাত্র ১২ কিমি গেলে কঙ্কালী মায়ের মূল তোরণ চোখে পড়বে। বাস ছাড়াও অটো অথবা টোটোতেও আসা যাবে।

bottom of page