মল্লেশ্বর
মল্লেশ্বর শিব মন্দির
মল্লারপুরের সুপ্রাচীন শিবতীর্থ মল্লেশ্বর নিয়ে অনেক কিংবদন্তি শোনা যায়। পান্ডব জননী কুন্তি এই শিবের পূজা করেছিলেন বলে জনশ্রুতি আছে। মনে করা হয় ১১২৪ শকাব্দে রাজা মল্লনাথ এই মন্দিরটি নির্মাণ করেন। পরবর্তীকালে এই মন্দির চত্বরে আরও ২৩ টি মন্দির গড়ে উঠেছে। সুবিখ্যাত তন্ত্রসাধক কৃষ্ণনন্দ আগম বাগীশ এখানে দেহ রেখেছিলেন এবং এই মন্দির প্রাঙ্গনের সুশীতল ছায়ায় তাঁর সমাধিক্ষেত্র অন্যতম দ্রষ্টব্য।
মন্দির প্রাঙ্গন
মদনেশ্বর শিব মন্দিরের প্রবেশ দ্বার
মেলা ও উৎসবঃ রথ এবং চৈত্র গাজনে মন্দিরে প্রতিবছর উৎসব এবং উৎসবকে কেন্দ্র করে মেলাও বসে। এছাড়া শিবরাত্রির দিন এখানে বিশেষ পূজা ও উৎসব অনুষ্ঠিত হয়।
থাকা-খাওয়াঃ রামপুরহাট থেকে মল্লারপুর ও অন্যান্য দ্রষ্টব্য স্থান দর্শন করে তারাপীঠ রামপুরহাট অঞ্চলে থাকা-খাওয়ার ব্যবস্থা করলেই সুবিধা হয়।
মদনেশ্বর শিব মন্দিরের শিল্পকর্ম
মন্দির প্রাঙ্গন
কি কি দেখবেনঃ সাঁইথিয়া থেকে মল্লারপুর যাওয়ার পথে সদ্য নির্মিত অপূর্ব শৈলীর মন্দির দর্শন করতে পারেন। এছাড়া মন্দিরের কাছেই আছে রথ।
কি ভাবে যাবেনঃ রামপুরহাট এবং সাঁইথিয়া দুই জায়গা থেকে মল্লারপুর খুব কাছে। মল্লারপুরে রেলস্টেশন ও আছে। সেখান থেকেও যাওয়া যেতে পারে।