
নিত্যানন্দ ধাম


নিত্যানন্দ ধাম

মধ্যযুগের ভক্তি আন্দোলনে যে দুই যুগল তনুকে উদ্বাহু কৃষ্ণপ্রেমে ভাববিহ্বল রূপে দেখা যায়, তাদের একজন নবদ্বীপ চন্দ্র গৌরাঙ্গ এবং অপরজন রাঙামাটির আলোক পুরুষ নিত্যানন্দ মহাপ্রভু। ১৪৭৩ সালে ১২ ই জানুয়ারী নিত্যানন্দ মহাপ্রভুর জন্ম প্রেমভূমি একচক্রধাম বীরচন্দ্রপুরে। মহাভারতের আদিপর্বে কুন্তি সহ পান্ডবদের এই একচক্রধামে বসবাস করতে দেখা যায়। এ জেলার অন্যতম পুণ্য বৈষ্ণব ক্ষেত্র। নিতাই বাড়ি নামে পরিচিত নিত্যানন্দ মন্দির ভক্ত মানুষের পরম তীর্থস্থান।
এ. সি. ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ

ইসকন মন্দির
_JPG.jpg)

কি কি দেখবেনঃ বীরচন্দ্রপুরকে মন্দিরনগরী বলা যেতে পারে। নিতাই বাড়ির পাশেই আছে ইসকন মন্দির, মন্দিরে নিত্যানন্দ জীবনচিত্র প্রদর্শনী দেখলে এ বিষয়ে অনেক ধারণা পাওয়া যাবে। এছাড়া জগন্নাথ মন্দির, বাঁকারায়ের মন্দির, একটু দূরে ঘোষ গ্রামের লক্ষী, ডাবুক গ্রামের ডাবুকেশ্বর শিব মন্দির অন্যতম দ্রষ্টব্য।

থাকা-খাওয়াঃ নিতাইবাড়ি, বাঁকারায়, ইসকন প্রভৃতি মন্দিরে অন্নভোগের ব্যবস্থা আছে। ধর্মশালা, অতিথি নিবাসও আছে। আবার তারাপীঠ যেহেতু কাছেই, তাই সেখানেও থাকা যেতে পারে।
নিতাই বাড়ি

কি ভাবে যাবেনঃ সাঁইথিয়া বা তারাপীঠ থেকে সড়কপথে বীরচন্দ্রপুর খুব কাছেই। তারাপীঠের কোন হোটেল বা ধর্মশালায় অবস্থান করে বীরচন্দ্রপুর, মদনেরশ্বর, কলেশ্বর, মল্লেশ্বর প্রভৃতি স্থানগুলি ঘুরে দেখা যেতে পারে।
.png)