top of page
শৈবভূমি
শাক্তভূমি রূপে বীরভূম যেমন প্রসিদ্ধ, তেমনি প্রমাণিত শৈবতীর্থ ও ছড়িয়ে আছে জেলার নানান প্রান্তে। প্রাচীনত্ব ও ভক্ত সমাগমের ভিত্তিতে উল্লেখযোগ্য শৈবতীর্থ গুলি হল-
শৈবভূমি মন্দিরগুলি
বক্রেশ্বর
মদনেশ্বর
মল্লেশ্বর
কলেশ্বর
অন্যান্য শৈবভূমি
শক্তিপীঠের মত শৈবভূমি রূপেও বীরভূম অত্যন্ত সমৃদ্ধ। প্রায় প্রতিটি ব্লকেই ছড়িয়ে আছে ছোট-বড় অসংখ্য শিবমন্দির। তারমধ্যে উল্ল্যেখযোগ্য হল ইলামবাজারের শীর্ষা শিব মন্দির, বোলপুরের সুরথেশ্বর শিব মন্দির, কীর্ণাহারের জপেশ্বর, দাঁড়কার দন্ডকেশ্বর ইত্যাদি।
bottom of page