

মদনেশ্বর
_edited.jpg)
মদনেশ্বর শিব মন্দির

বীরভূমের একটি সমৃদ্ধ জনপদ কোটাসুর। মনে করা হয় কোট রাজার রাজধানী রূপে অথবা অসুরদের কোট অর্থাৎ রাজধানী থাকার কারনে এই স্থানের নাম কোটাসুর। এই কোটাসুরেই বিরাজ করেছেন মদনেশ্বর শিব, যার জন্য কোটাসুর অন্যতম শৈবতীর্থ।
মন্দির প্রাঙ্গন

মন্দির প্রাঙ্গন
.jpg)

উৎসব- মেলাঃ শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালাকে কেন্দ্র করে এখানে শ্রাবণী মেলায় প্রচুর ভক্তের সমাগম হয়।

থাকা-খাওয়াঃ কোটাসুরে একটি হোমস্টে গড়ে উঠেছে, সেখানে থাকা যেতে পারে নতুবা নিকটবর্তী সিউড়ি বা সাইথিয়া তে থাকা যেতে পারে।
মন্দির প্রবেশ দ্বার
_JPG.jpg)
শিব মন্দির


কি কি দেখবেনঃ কোটাসুর কে নিয়ে অনেক জনশ্রুতি আজও প্রচলিত। মনে করা হয় পাণ্ডবরা বন ভ্রমণে ঘুরতে ঘুরতে এই অঞ্চলে কদিন অবস্থান করেছিলেন। মন্দির সন্নিকটে একটি বড় শিলাখণ্ডকে কুন্তীর প্রদীপ ও আরো বড় একটি শিলাকে ভীমের হাতে বধ হওয়া বকাসুরের হাঁটুর অস্থি বলে মনে করা হয়।
কি ভাবে যাবেনঃ সাঁইথিয়া থেকে বহরমপুর গামী বাসে চেপে মাত্র ১২ কিমি গেলে কোটাসুর, তাছাড়া কেউ তারাপীঠ থেকে ও বীরচন্দ্রপুর থেকে এই মন্দির দর্শন করতে আসতে পারবেন।
.png)